রবিবার, জুন ৪

‘দয়া করে জামায়াতকে তালাক দিন’

নিউজ ডেক্সঃ রাজপথের আন্দোলনে নেমে বেগম জিয়াকে কারামুক্ত করার আহ্বান জানিয়ে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজপথ ছাড়া, আদালতের মাধ্যমে দলীয় চেয়ারপারসনকে মুক্ত করা যাবে না।

শুক্রবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান।

একই অনুষ্ঠানে যোগ দিয়ে জোর আন্দোলন গড়তে জামায়াতের সঙ্গ ত্যাগ করতে বিএনপি’র প্রতি তাগিদ দেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ডা. জাফরউল্লাহ চৌধুরী।

তিনি বলেন, জামায়াতকে তালাক দিয়ে রাস্তায় নামুন। দেখবেন সারা দেশ আপনাদের সাথে আছে। খালেদা জিয়াও মুক্ত হবে। 

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইনি লড়াইয়ে গণতন্ত্রের মা মুক্তি পাবে না। তাই সবাইকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে।