রবিবার, জুন ৪

এডিস মশার নিধনে সাঈদ খোকনের সঙ্গে অস্ট্রেলীয় প্রতিনিধিদের বৈঠক

এডিস মশার প্রজনন বন্ধে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনের সঙ্গে বৈঠক করেছে অস্ট্রেলিয়ার একটি প্রতিনিধি দল।

নিউজ ডেক্সঃ রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ সিটি করপোরেশনে এডিসের প্রজনন ক্ষমতা বন্ধে ওবাকিয়া ম্যানেজমেন্ট পদ্ধতি নিয়ে আলোচনা হয়। এই পদ্ধতিতে নতুন এক ধরনের মশার বিস্তার ঘটানো হয়। যারা এডিস স্ত্রী মশার প্রজনন ক্ষমতা বন্ধে সক্ষম।

এই প্রক্রিয়ায় ধীরে ধীরে এডিস মশার বংশ বিস্তার ঠেকানো সম্ভব বলে জানিয়েছেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন। তবে এই পদ্ধতি বাংলাদেশে কতটুকু কার্যকর তার সম্ভাব্যতা যাচাই করতেই অস্ট্রেলিয়ার ৩ সদস্যের প্রতিনিধি দল প্রথমবার আসলেন বাংলাদেশে।

বিশেষজ্ঞ দল দেশে ফিরে পরবর্তী পদক্ষেপ নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা করবে বলে জানিয়েছেন দক্ষিণের মেয়র।