শুক্রবার, ডিসেম্বর ১

সব আদালতে বঙ্গবন্ধুর ছবি টাঙ্গানোর নির্দেশ হাইকোর্টের

দেশের সব আদালতের এজলাস কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙ্গানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

দুই মাসের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। 

একইসঙ্গে বঙ্গবন্ধুর ছবি কেন আদালতে টাঙ্গানো হবে না জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।