নিউজ ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় পরিচালক হ্যানস ক্লুজস বলেছেন, অন্তত ৭০ শতাংশ লোককে টিকা দেওয়া না হলে মহামারি শেষ হবে না। ইউরোপে টিকাদান কর্মসূচির অতি ধীরগতির জন্যও তিনি ক্ষোভ ব্যক্ত করেন।
শুক্রবার (২৮ মে) এক সাক্ষাৎকারে করোনার নতুন ধরনের সংক্রমণসক্ষমতা বৃদ্ধি নিয়েও হতাশার কথা জানিয়েছেন তিনি।-খবর ডন অনলাইনের
হ্যানস ক্লুজস বলেন, করোনার ভারতীয় ধরন ব্রিটিশ ধরনের চেয়ে বেশি সংক্রামক। আর ব্রিটিশ ধরন তার আগের ধরনগুলোর চেয়ে সংক্রামক।
বেলজিয়ামের চিকিৎসকদের মতে, মহামারিতে গতি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন বিশ্ব স্বাস্থ্য করোনাকে মহামারি ঘোষণা করেছে, তখন অনেক দেশকে অপেক্ষায় থাকতে দেখা গেছে। এভাবেই তারা মূল্যবান সময় নষ্ট করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে ২০২০ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন হ্যানস ক্লুজ। দ্রুত গতিতে টিকা দেওয়ার প্রতি গুরুত্ব দিয়ে তিনি বলেন, গতি আমাদের সবচেয়ে ভালো বন্ধু। সময় আমাদের বিরুদ্ধে কাজ করছে। কিন্তু টিকা দেওয়ার গতি খুবই ধীর।