• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

৩ ডিসেম্বরের বোধোদয় -আবু মহী উদ্দীন

সাংবাদিকের নাম / ৭৩ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

প্রিয় মাতৃভুমি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিজয় হয়েছিল ১৬ ডিসেম্বর ১৭৯৭১। ঠাকুরগাঁও এর বীর মুক্তিযোদ্ধারা তার আগে ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও জেলাকে পাকিস্তানি হানাদার মুক্ত করতে সক্ষম হয়। দিবসটি গৌরবের এবং গর্বের। দিনটি সাড়ম্বরে উদযাপন হবার কথা ৭২ সাল থেকেই। কিন্তু ঠাকুরগাঁয়ে তা হয়নি। শুরু হয়েছে স্বাধীনতার ৪০ বছর পর। তাও তারিখটি সুনির্দিষ্ট ছিলনা। তারিখটি সুস্পষ্ট করতে মুক্তিযুদ্ধের সংগঠকগণ , বীর মুক্তিযোদ্ধা , সুশীল সমাজ অবশেষে জাতীয় মুক্তিযুদ্ধ জাদুঘর পর্যন্ত যোগাযোগ করতে হয়েছিল । কাজটি করেছিল ঠাকুরগাঁয়ের উদীচী শিল্পী গোষ্ঠী।
২০১০ সালে ঠাকুরগাঁওয়ে উদীচী শিল্পী গোষ্ঠী পুনর্গঠিত হলে স্বাধীনতার ৪০ তম বছরে ২০১১ সালে প্রথমবারের মতো সাড়ম্বরে উদযাপন শুরু হয় ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাকিস্তান হানাদার মুক্ত দিবস। বিষয়টিতে ব্যপক সাড়া পরে। সর্বস্তরের মানুষ সাধুবাদ জানায় এবং স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করে।
বিগত ১০ বছর উদীচী শিল্পী গোষ্ঠী দিবসটি উদযাপনের আয়োজন করে , অন্যেরা অংশগ্রহণ করে।
শুরু থেকে উদীচী বিশেষ শোভাযাত্রা সহকারে স্বাধীনতার স্মৃতিস্তম্ভ সমুহে বিশেষ মর্যাদায় শ্রদ্ধা নিবেদন , বর্ণাঢ্য মুক্তি শোভাযাত্রা , সাংস্কৃতিক অনুষ্ঠান , বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের সম্মাননা , নুতন প্রজন্মকে পরিচিত করার জন্য মুক্তিযুদ্ধের আলোচিত্র প্রদর্শন , মুক্তিযুদ্ধের সংগঠকদের নিয়ে আলোচনাসভা, স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান , নাটক , দেশ বিদেশের প্রথিতযশা শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান , আতশবাজি এবং প্রতিবছর ৭ থেকে ১০ টি করে সেলাই মেসিন অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারকে প্রদান করে পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করেছে। ১০ বছরে শতাধিক সেলাই মেসিন ঠাকুরগাঁওয়ের মানুষদের কাছ থেকে সংগ্রহ করে বিতরণ করেছে। পুস্পাঞ্জলি অর্পন এবং মুক্তি শোভাযাত্রায় টাঙ্গন মুক্ত মহাদলের জাতীয় পতাকাবাহক , পুলিশের ব্যান্ড পার্টি , ফায়ার সার্ভিসের আউট রাইডার , কখনো ৩/৪ টি হাতি , কখনো ঘোড়ার গাড়ি , পিকআপ বহর অংশগ্রহণ করতো। মুক্তিযোদ্ধা সংসদ , নার্সিং ট্রেনিং ইনষ্টিটিউট , মিনাল কম্পিউটার একাডেমি , লাইফ লাইন পলিটেকনিক ইনষ্টিটিউট , সোসাল পলিটেকনিক ইনষ্টিটিউট , ঠাকুরগাঁও পলিটেকনিক এন্ড টেক্সটাইল ইনষ্টিটিউট, আনোয়ারা মনোয়ারা নার্সিং ইনষ্টিটিউট , প্রজন্ম লীগ ৭১ , বিজ্ঞান পাঠশালা , আর কে ষ্টেট উচ্চ বিদ্যালয় , ঠাকুরগাঁ পিটিআই , মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন , গেøাবাল পিস স্কুল এন্ড কলেজ , বৃটিশ ইন্টারন্যাশনাল স্কুল , ওরিয়েন্টাল ম্যাটস , হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় সহ আরো প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। আওয়ামী লীগের নের্তৃবৃন্দ আতিথ্য গ্রহণ করেছে কিন্তু দলীয়ভাবে কখনো অংশগ্রহণ করেনি।
স্বাধীনতার ৪০ বছর পর থেকে শুরু করে একটানা ১০ বছর উদীচী সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার দায়িত্ব পালন করেছে। প্রতিবারই উদ্বোধক হিসাবে দায়িত্ব পালন করেছেন মহান মুক্তিযুদ্ধের সংগঠকগণ। বিশিষ্ট মুক্তিযোদ্ধাগন পর্যায়ক্রমে অতিথি হিসাবে উপস্থিত থেকেছেন। আলোচনা সভায় বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের নিয়ে এসে প্রজন্মের সাথে তাদের বীরত্ব গাথার সাথে পরিচিত করে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার দায়িত্ব পালন করেছে উদীচী। সে জন্যইতো উদীচী মর্যাদাপূর্ণ একুশে পদকে ভুষিত হয়েছে
ঠাকুরগাওয়ে এবারে সরকারি দল ৩ ডিসেম্বর উদযাপন করার আলাদা কর্মসুচি গ্রহণ করেছে। আনন্দের বিষয় উদীচীর এই সকল কর্মসুচি স্বাধীনতার তথা মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করতে সহায়তা করেছে । তাদের বোধোদয় হয়েছে দিবসটি আনুষ্ঠানিকভাবে পালন করা দরকার। জাতি একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। মৌলবাদীরা মাথা চাড়া দিয়ে উঠছে। জাতির জনক বঙ্গবন্ধুর বাংলাদেশে তাঁর ভাষ্কর্য ভেঙ্গে গুড়িয়ে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার মতো ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রাখার সাহস করেছে। লক্ষন ভালো নয়। এই সময় সম্মিলিতভাবে ৩ ডিসেম্বর উদযাপন করাই ভালো ছিল। এই ইগোর সুফল ভোগ করতে স্বাধীনতা বিরোধীরা সচেষ্ট হবে।
উদীচী শুরু করেছিল সার্বজনীন উৎসব। দলীয় কোন বিষয় ছিলনা, এবারে সরকারি দল উদযাপনের দায়িত্ব গ্রহণ করেছে। যদিও আয়োজক হিসাবে মুক্তিযোদ্ধা সংসদকে সামনে রাখা হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ মুক্তিযোদ্ধাদের সমােেবশে আনা ছাড়া ্আর কিছু করেনি। যে ভাবেই হোক সরকারি দল দিবসটি উদযাপনের সিদ্ধান্তই যখন নিয়েছে তখন সার্বজনীন ভাবে উদযাপনের কর্মসুচি নেওয়াই বেশী ভাল ছিল। তবুও একথা বলা যায় , দলের যারা মনে করেছে দিবসটি উদযাপন করা দরকার , তারা ৩ ডিসেম্বর উদযাপনে নুতন মাত্রা যোগ করবে। বিলম্বে হলেও তাদের বোধোদয়কে সম্মান জানাই। তবে আওয়ামী লীগের একটু একলা চলার চর্চা আছে। এবারের আয়োজনে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা নিয়ে কোন মন্তব্য নাই তবে দীর্ঘ ১০ বছর যারা এই আয়োজনটা করে আসছে তাদেরকে সঙ্গে নিলেতো লাভ ছাড়া ক্ষতি হতোনা। বরং প্রোগ্রামটা আরো সমৃদ্ধ হতো। আমার মনে হয় কোন ইগো সমস্যার জন্য বিষয়টি ঘটেছে।
সরকারি চাকুরী করেছি ঠাকুরগাঁও সহ বিভিন্ন জেলায়। সেসব জেলায় যারা বিএনপির রাজনীতির বিশ্লেষক , ধারক বাহক , বিভিন্ন দায়িত্বে ছিলেন . খালেদা জিয়া রাজনীতিতে কতটা পরিপক্ষ , তারেকের দেশ পরিচালনার দক্ষতা অর্জন , এসব বিষয়ে সবক দিত। বিভিন্ন আয়োজনে সারগর্ভ বক্তব্য রাখতো। ৭ নভেম্বর উদযাপনে যাদের ঘর্মাক্ত হতে দেখেছি। বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের চরিত্র হননে যারা নিরলস প্রচেষ্টাকে প্রাতিষ্ঠানিক রুপ দিয়েছিল , আজকে দেখি তারা বঙ্গবন্ধুর প্রথম সারির সৈনিক । তাদের ভীড়ে বঙ্গবন্ধুর লোকেরা কোনঠাসা হয়ে যাচ্ছে। তারাই দল পরিচালনা করছে। তারা দলে ঢুকে বিভিন্নভাবে ফুলে ফেপে উঠেছে। এসব দেখে আতংকিত বোধ করছি এই ভেবে যে ৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর বোঝা গিয়েছিল , বাকশালে যোগ দেওয়ার জন্য যারা ভীড় করেছে তারা ছিল বসন্তের কোকিল। ৭৫ এর পট পরিবর্তনের পর তারা জাতিকে বুঝিয়েছে ‘বঙ্গবন্ধু কি কি ভুল করেছেন , তার পরিবারের সদস্যরা কি রকম লুটপাটে জড়িত ছিল’। কেউ কি জাতে ওঠার জন্য এসব করছে কিনা ভাবনার বিষয়। যে কারণেই করুক বিষয়টি যেন সাসটেইন করে।
মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি অনুধাবন করেছেন । শুরু করেছেন দলের মধ্যে শুদ্ধি অভিযান। আগছামুক্ত করার কাজ শুরু করেছেন। এক সময় যাদেরকে মনে হতো এরা ছাড়া আওয়ামী লীগ চলবেনা , মাননীয় প্রধানমন্ত্রী অবলিলা ক্রমে তাদের শিকড় সহ উপড়ে ফেলার সংগ্রামে রত। আমরা আশা করি তিনি সফল হবেন। তাঁ সফলতা খুবই প্রয়োজন।
যাদের অতীত দাগযুক্ত তারা এবারে ভিন্নপথ অবলম্বন শুরু করেছে। কোন কোন দিবসে বড় ব্যানার , বুকে ব্যাজ লাগানো , মুজিব কোট গায়ে , শহীদ মিনারে বা স্মৃতিস্তম্ভে সরব উপস্থিতি দিয়ে নজরে আসার চেষ্টা করছেন।
কেউ কেউ আবার সেনসেটিভ ইসুতে শো ডাউন করে নজরে আসার প্রানান্ত চেষ্টা করছেন। অনেকের অতীত প্রশ্নবিদ্ধ আছে। সেই অতীতকে মুছে ফেলার জন্য সচেষ্ট আছে। তাতে শেষ রক্ষা হবে বলে মনে করার কোন কারন নাই। কারণ বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের কান্ডারী , জাতির ভরসা স্থল । আগাছা দমনে গোটা জাতি তার সাথে রয়েছে। সাধারণ কর্মীরা দারুন খুশী হলেও তাদেরও আশ্কংা রয়েছে শেষ পর্যন্ত আগাছাগুলো উপড়ে ফেলা যাবেতো ?
প্রশ্ন করি এতদিন কোথায ছিলেন ? কি সমস্যার সৃষ্টি হলো ঠাকুরগাঁয় মুক্তিযোদ্ধাদের অর্জনের এই দিনটি উদযাপনের সার্বজনীন আয়োজনকে খন্ড খন্ড করে ফেলার দায় কি বহন করতে হবেনা।
সার্বজনীন ৩ ডিসেম্বরের সার্বজনীনতা ক্ষতিগ্রস্থ করে শো ডাউনে নিজেদের অতীত তো আর মুছবেনা ? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে থাকা তালিকাতো মুছে যাবেনা।
হেফাজতীরা যখন স্বাধীনতা , সংবিধানে হাত দিয়েছে , বাঙ্গলী জাতির পিতার ভাষ্কর্য ভেঙ্গে গুড়িয়ে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার আস্পর্ধা দেখায় তখন উদীচী শিল্পী গোষ্ঠী , একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সারা দেশে একযোগে সোচ্চার। দলীয় কর্মসুচিতো তেমন দেখিনা। অথচ সার্বজনীন গৌরবের বিষয়টি নিয়ে তাদের মাথাব্যাথা বিভিন্ন প্রশ্নের উদ্রেক করে।
যখন হেফাজতীদের ঠেকানোর জন্য এসব সংগঠনের সহযোগিতা প্রয়োজন হবে, সে সময় এই অনুষ্ঠানকে খন্ডিত করে ঐক্যবদ্ধ ঠাকুরগাঁও বাসীকে বিভক্ত করার মাসুল দিতে হতেও পারে। দলীয় নেতারা বিষয়টি ভেবে দেখবেন আশা করি।
চট্রগ্রামের ছাত্রলীগ যুবলীগকে ধন্যবাদ জানাই তারা দারুন প্রতিবাদ মুখর হয়েছেন। তারা তাদের দায়িত্ব পালন করেছেন তবে বিষয়টি শেষ হয়ে যায়নি। হেফাজতীদের আবদার রক্ষায় অনেক কাজ করা হয়েছে যা আমাদের সংবিধান অনুমোদন করেনা। আশকারা দেওয়া বন্ধ করতে হবে।
ঘাষ লাগানো , খিচুরী রান্না , পুকুর কাটা , পাসপোর্ট ভিসা দেওয়ার প্রশিক্ষণ নেওয়ার জন্য বিদেশ ভ্রমনের উদ্ভট প্রস্তাব যারা তৈরি করে এদের শাস্তির আওতায় আনা দরকার। মুল্যায়ন করা দরকার এ পর্যন্ত বিভিন্ন উদ্ভট উদ্ভট প্রশিক্ষনে যে সব কর্মকর্তারা দিদেশে প্রশিক্ষণ নিয়েছেন তারা জাতিকে কি দিয়েছেন এটা জানার অধিকার দেশবাসীর আছে। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় যথেচ্ছ অপব্যহার দেখার জন্য অপেক্ষা করা যায়না।
একটা উদাহরণ দিই। ক্রীড়া পরিদপ্তরের অধীন জেলা ক্রীড়া অফিসার হিসাবে চাকুরী করেছি। আনন্দ চন্দ্র নামে একজন পরিচালক আসলেন। ২০১২ সালের লন্ডন অলিম্পিক উপলক্ষে যুক্তরাজ্য সরকার ব্রিটিশ কাউন্সিল ‘ইন্সপিরেশন’ প্রোগ্রামের আওতায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ক্রীড়া সংশ্ষ্টি ব্যক্তিদের তাদের দেশের ক্রীড়া ব্যবস্থাপনা দেখানোর জন্য কর্মসুচির আয়োজন করেছিল। তো পরিচালক সাহেব খুবই তৎপর হলেন। এবং তিনি নিজেই লন্ডন ঘুরে আসলেন। আমরা পরিদপ্তরের কর্মকর্তারা আশান্বিত হলাম , এবারে দেশের ক্রীড়াঙ্গনের এটতা ইতিবাচক পরিবর্তন আসবে। লন্ডন যাওয়া আসা এবং পরবর্তীকালে একটি এনজিওর একজন মহিলা এতো গুরুত্বপূর্ণ হয়ে উঠলো যে সেই এনজিও কর্মীই সব নিয়ন্ত্রন করতো। সব ব্যপারেই তার মতামত প্রাধান্য পেতো। এই প্রোগ্রামের আওতায় চট্রগ্রামে একটা প্রোগ্রাম হলো। পাইলটিং হিসাবে মানিকগঞ্জে একটা প্রোগ্রাম হলো। মনে হয় আমরা পাশ করেতে পারলামনা। ফলে এই সম্ভাবনার এখানেই ইতি টানলো বৃটিশ কাউন্সিল। আনন্দবাবুও বদলী হয়ে গেলেন নৌপরিবহন মন্ত্রনালয়ে। যাবার সময় ট্রেনিং সাথে করে নিয়ে গেলেন। পরে নিশ্চয় তিনি আরো কোন বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য অনেকবারই হয়তো বিদেশে গেছেন। আবার বদলী হয়েছেন। এখানে ছোট একটা কাজ করতে হবে তা হলো যিনি যে বিষয়ে প্রশিক্ষণ নিয়ে আসবেন তিনি শেষ পর্যন্ত দেশের সেই দায়িত্বই পালন করবেন। তাহলেই ট্রেনিং কাজে আসবে জাতিও ফল পাবে।
এই সব আমলাদের অপ্রয়োজনীয় ট্রেনিংয়ের নামে সরকারি অর্থের অপচয় না করে দেশের অর্ধশিক্ষিত আলেমদের পৃথিবীর মুসলিম দেশসুহে ভ্রমন করে আনা হোক এবং ঐসব দেশ থেকে ডকুুমেন্টারী তৈরি করে টিভি চ্যানেল সমুহে প্রচার করা হোক। পৃথিবীর মুসলিম দেশসমুহে ভাষ্কর্য দেখার জন্র ভ্রমন খাতে কিছু বরাদ্দ রাখা যেতে পারে। পাকিস্তানের শিয়ালকোটে আল্লামা ইকবাল , ইরানের তেহরানে শেখ সাদী , পার্শিয়ান কবি ফেরদৌসি , আল্লামা ইকবাল , তুরস্কে কামাল আতাতুর্ক তিউনিসিয়ায় ইবনে খালদুন , মিসরের মসজিদের প্রধান ফটকে ইজিপশিয়ান বীরের ভাষ্কর্য , ইরানে শামস তিারবিজি , তুরস্কে জালাল উদ্দীন রুমী , কামাল আতাতুর্ক , এ ছাড়া আফগানিস্তান , সিরিয়া ইন্দোনেশিয়াতে ভাষ্কর্য রয়েছে। সেখানে তো কোন সমস্যা হয়নি।


এধরনের আরও সংবাদ