• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন

২ জনকে উহান রেখেই ফিরল বিশেষ বিমান

সাংবাদিকের নাম / ৫৪ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ করনো ভাইরাসের কারণে চীনের উহানে আটকেপড়া ৩১৪ বাংলাদেশিকে নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি। চীনের স্থানীয় সময় আনুমানিক শনিবার সকাল ৯টার দিকে ছেড়ে আসে বিমানটি।

বাংলাদেশ সময় বেলা পৌনে ১২টায় বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাদের আগামী দুই সপ্তাহ আশকোনা হজক্যাম্পে রাখা হবে।

এদিকে দেশে ফিরতে পেরে সন্তোষ জানিয়েছেন বাংলাদেশিরা। অনেকেই ফিরেছেন পরিবারসহ। এ ফ্লাইটে ৩১৬ জন ফেরার কথা থাকলেও শরীরের তাপমাত্রা বেশি থাকায় দু’জনকে উহানে রেখে আসা হয়।

চীনে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৯ জনে। শুধু চীনেই এ ভাইরাসে আক্রান্ত হযেছেন ১১ হাজার ৭৯১ জন। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৯৪৩ জন। নতুন করে প্রাণঘাতী এ ভাইরাসটি ছড়িয়েছে যুক্তরাজ্য এবং রাশিয়ায়।


এধরনের আরও সংবাদ