• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন

২২ মার্চ শবে মেরাজ

সাংবাদিকের নাম / ৫৫ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: রজব মাসের চাঁদ আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দেখা না দেয়ায় আগামী ২২ মার্চ দিবাগত রাতে শবে মেরাজ পালিত হবে। সে অনুসারে ২৩ মার্চ থাকবে ঐচ্ছিক ছুটি।

সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, আজ (সোমবার) বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার থেকে রজব মাস গণনা শুরু হবে। তাই ২৬ রজব বা ২২ মার্চ দিবাগত রাতে সারা দেশে সরে মেরাজ পালিত হবে।

ইসলাম ধর্মীয় অনুসারে, মেরাজের রাতে হজরত মুহাম্মদ (সা.) ঊর্ধ্বাকাশে গমন করে আল্লাহর সাক্ষাৎ লাভ করেন। সারাবিশ্বের মুসলমানরা রাতটি ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পালন করেন।

শবে মেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মিরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়ে থাকে।


এধরনের আরও সংবাদ