• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন

২২ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের সমাবেশ

সাংবাদিকের নাম / ২৪৩ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯

নিউজ ডেস্ক: পুলিশের বাধায় পণ্ড হয়ে গেল আবরার হত্যার দাবিতে জাতীয় ঐক্যফ্রন্টের শোক র‌্যালি। এর প্রতিবাদে আগামী ২২ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ডাক দিয়েছেন নেতারা।

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদে রোববার (১৩ অক্টোবর) বিকেলে শোকসভা শেষে প্রেসক্লাবের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে র‌্যালি বের করেন ঐক্যফ্রন্ট নেতারা।

কদম ফোয়ারার সামনে যেতেই র‌্যালিটি আটকে দেয় পুলিশ। তাদের দাবি, আগে থেকে অনুমতি না থাকায় আটকে দেয়া হয় র‌্যালি। এসময় পুলিশের বাধার মুখে বিভিন্ন স্লোগান দিতে থাকেন ঐক্যফ্রন্ট নেতাকর্মীরা, জড়িয়ে পড়েন বাকবিতণ্ডায়।

পরে জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব সাংবাদিকদের জানান, র‌্যালিতে বাধা দেয়ার প্রতিবাদে আগামী ২২ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট।


এধরনের আরও সংবাদ