• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন

২শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সাংবাদিকের নাম / ৫৮ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের সংকটময় সময়ে ঠাকুরগাঁওয়ে ২শ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন।

বুধবার দুপুরে শহরের সরকারপাড়া হেডস মোড়ে অবস্থিত সুরভী ভোজন পল্লীতে খাদ্যসামগ্রী বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঠাকুরগাঁওয়ের আমরা’ ।

অসহায় ২শ পরিবারের প্রত্যেককে মাঝে ৫ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ৩ কেজি আলু, ৫শ গ্রাম ডাল, ৫শ গ্রাম লবণ, ১টি সাবান ও ১টি মাস্ক দেয়া হয়।

এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, স্বেচ্ছাসেবী সংগঠন ঠাকুরগাঁওয়ের আমরা এর সভাপতি ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, স্বেচ্ছাসেবী সংগঠন ঠাকুরগাঁওয়ের আমরা এর সদস্য নুরুজ্জামান রহমান, সুদাম সরকার, আবু সাঈদ সোহেল, আল মামুন, ববিউল আলম, আক্তারুল ইসলাম, কাশেম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবী সংগঠন ঠাকুরগাঁওয়ের আমরা এর সভাপতি মুজাহিদুর রহমান শুভ বলেন, করোনা ভাইরাসের কারণে দিনমজুর রিকশা শ্রমিকসহ বিভিন্ন পেশার খেটে খাওয়া মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। এসব অসহায় মানুষদের পাশে দাড়ানোর জন্য ১৬ সদস্য অর্থ দিয়েছি। এরপর সেই অর্থ দিয়ে খাদ্যসামগ্রী কিনে আজ অসহায় মানুষদের মাঝে বিতরণ করলাম।

মুজাহিদুর রহমান শুভ বলেন, যতদিন করোনা সংকটে থাকবে দেশ, ততদিন আমরা এ সহায়তা অব্যাহত রাখবো।


এধরনের আরও সংবাদ