• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

১১ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন করলেন-দবিরুল ইসলাম এমপি

সাংবাদিকের নাম / ৫২ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে ১১ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন ঠাকুরগাঁও-২ আসনের এমপি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম। তিনি গতকাল বিকেলে হরিপুর উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, পাকা রাস্তা, ব্রীজ, কালভার্ট, ও হরিপুর আলিম মাদ্রাসার চারতলা ভবন, জাদুরানি ডিসি রোড পাকা করন ১ কিঃমিঃ, মুল রাস্তা থেকে দনগাঁ গ্রাম পর্যন্ত পাকা করণ ১ কিঃমিঃ, হরিপুর হতে ব্র্যাক অফিস পর্যন্ত রাস্তা পাকা করণ ১কিঃ মি, হলদিবাড়ি হতে কাঠালডাঙ্গী রাস্তা পাকা করণ ১.৫ কিঃমিঃ, বহতি হয়ে তাজিগাঁও টেংরিয়া রাস্তা পাকা করণ ২.৩ কিঃ মিঃ, ভেটনা হয়ে কামারপুকুর পর্যন্ত রাস্তা পাকা করণ ১ কিঃমিঃ, এইচ বি বি করণ মহিউদ্দিনের বাড়ি হয়ে বুধুর বাড়ি পর্যন্ত ১কিঃ মিঃ, (বকুয়া) পাকা রাস্তা হয়ে বসালগাঁও পর্যন্ত এইচ বি বি করণ ১কিমি, হরিপুর আলিম মাদ্রাসার চার তলা ভবন ও হরিপুর বিভিন্ন ইউনিয়নের ব্রিজ ও কালভার্ট ৭টি, উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম,হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুস্প, উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এধরনের আরও সংবাদ