• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৪২ অপরাহ্ন

১০ টাকা দরে চাল দেওয়া বন্ধ

সাংবাদিকের নাম / ৬৭ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্কঃ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিসহ অন্যান্য কর্মসূচি চালু থাকায় ১০ টাকা কেজি দরে বিশেষ ওএমএস এর চাল বিতরণ কর্মসূচি বন্ধ থাকবে বলে জানিয়েছেন খাদ্য সচিব নাজমানারা খানুম।
মূলত করোনা ভারইরাসের বিস্তৃতি রোধে সামাজিক দূরত্ব রক্ষায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
খাদ্য সচিব নাজমানারা খানুম বলেন, ‘চালের কেজি ১০ টাকা করার পর জনসমাগম বেড়ে গেছে। যেখানেই এই চাল দেওয়া হোক না কেন সব জায়গা থেকে একই রকম তথ্য আমরা পাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘এই ১০ টাকার চাল দেওয়ার ফলে সামাজিক দূরত্ব প্রচণ্ডভাবে ব্যাহত হচ্ছে। কোনোভাবেই জনসমাগম কমাতে পারছি না। যেহেতু ত্রাণের চাল যাচ্ছে, এর জন্যই এই কর্মসূচি আপাতত স্থগিত রেখেছি।’


এধরনের আরও সংবাদ