• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

হেরেই চলেছে কলকাতা, মরগ্যানের নেতৃত্ব নিয়ে সমালোচনায় শেবাগ

সাংবাদিকের নাম / ৫৬ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

চলতি আইপিএলে ধুঁকছে কলকাতা নাইট রাইডার্স। টানা তিন পরাজয়ে বেকায়দায় পড়েছেন দলটির অধিনায়ক ইয়ন মরগ্যান। গেল ম্যাচে চেন্নাইয়ের কাছে হেরে টেবিলের ৬ নম্বরে অবস্থান দলটির। এই পরাজয়ের পর সমালোচনার মুখে পড়েছেন মরগ্যান। প্রশ্ন উঠেছে তার নেতৃত্ব নিয়ে। সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেবাগ এবার প্রশ্ন তুলেছেন তার অধিনায়কত্ব নিয়ে। শেবাগ বলেন, ‘মরগ্যানকে যত ভালো মনে করা হয় আসলে সে তত ভালো অধিনায়ক নয়!’

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই ওপেনার বলেন, ‘মরগ্যান মোটেই বিশ্বের সেরা টি-টোয়েন্টি অধিনায়ক নন। আন্তর্জাতিক ওয়ানডেতে তার হাতে দুর্দান্ত একটা দল রয়েছে। যারা ব্যাটে-বলে অপ্রতিরোধ্য। তবে আইপিএলে তার হাতে মোটেই সেই দল নেই। টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য একেবারেই ভালো অধিনায়ক নন তিনি।’

বিষয়টি ব্যাখ্যা করে শেবাগ আরও বলেন, ‘টি-টোয়েন্টিতে ভালো দলের ওপরেও নির্ভর করে ভালো অধিনায়কত্ব। কলকাতা নাইট রাইডার্স ইংল্যান্ডের মতো ভালো দল নয়। যদি পরের মৌসুমে ওরা ঠিকঠাক দল গুছিয়ে নিতে পারে, যেখানে বোলার-ব্যাটসম্যান সবাই পারফর্ম করে, তখন মরগ্যানকে ভালো অধিনায়ক মনে হবে।’

এদিকে, শনিবার (২৪ এপ্রিল) রাজস্থান রয়্যালসের বিপক্ষে কাঙ্ক্ষিত জয়ের লক্ষ্যে মাঠে নামবে কলকাতা।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.