• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন

হরিপুরে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

সাংবাদিকের নাম / ৫২ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

নিউজ ডেক্সঃ একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার। বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই পুষ্পস্তবক অর্পণ করেন হরিপুর উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অংগ সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা, থানা পুলিশ, বিএনপি ও উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে। সকলের পুষ্পস্তবক অর্পণের পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি নজরুল ইসলাম তালুকদারসহ উপস্থিত সবাই এক মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।


এধরনের আরও সংবাদ