• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

স্বাস্থ্যবিধি মেনে চলছে ঠাকুরগাঁওয়ের দূর্গা উৎসব

সাংবাদিকের নাম / ৪০ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্কঃ সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপুজাকে ঘিরে ঠাকুরগাঁওয়ে নেই উৎসবের আমেজ। বৃহস্পতিবার দূর্গাপুজার সপ্তমীর দিন কেটেছে অনেকটাই ঢিলে ঢালা ভাবে। করোনার প্রভাবে পূজা কমিটি ও প্রশাসনের কড়া নির্দেশনার কারনে কোন পুজা মন্ডপে বাজেনি ঢাকের আওয়াজ। হয়নি আরতি।
স্থানীয় পুজা কমিটির পক্ষ থেকে জেলার বৃহত্তর পুজা মন্ডপ ফারাবাড়ি সার্বজনীন শ্রী শ্রী দূর্গামন্ডপসহ অধিকাংশ মন্ডপে স্বাস্থ্যবিধি মানতে দুরত্ব বজায় রাখতে চিহ্ন একে দিয়েছেন। আর মন্ডপে ঘুরতে আসা ভক্তরা তা মেনে পুজা দর্শন করছেন। ফলে অন্যান্য বারের তুলনায় উৎসবের আমেজ তেমনটা না থাকলেও কোন কিছুর কমতি নেই বলে জানান পুজা উদযাপন কমিটি ও প্রশাসনের কর্মকর্তারা।
এ বিষয়ে ফারাবাড়ি সার্বজনীন শ্রী শ্রী দূর্গামন্ডপ কমিটির সভাপতি শ্যামল চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক রমনী কান্ত রায় জানান, ২০১৯ সালে আমরা যেভাবে জাকজমক আয়োজনে পুজা উৎসব করেছিলাম তার চেয়েও এবার বড় আকারে পুজার আয়োজন করার ইচ্ছা ছিল। কিন্তু করোনার প্রভাবের কারনে আমরা তা করতে পারিনি। তবে পুজা উদযাপনে কোন রকম ঘাটতি নেই আমাদের। তবে গেল বারের মত গেট লাইটিং বাজনা ও আরতি বন্ধ রয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পুজা মন্ডপ পরিদর্শ করতে হচ্ছে। মহামারি কেটে গেলে আমরা আশা করছি আগামীতে ভালভাবে পুজা উদযাপন করতে পারবো।
ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন জানান, সরকারের নির্দেশনা পালনে আমরা এবার কঠোর। জেলার বৃহত্তর পুজা মন্ডপ ফারাবাড়ি সার্বজনীন শ্রী শ্রী দূর্গামন্ডপ। এ মন্ডপে দুর-দুরান্ত থেকে ভক্তরা আসেন। গেল বছর আমরা যেভাবে আয়োজন করেছিলাম এবার আমরা তা করতে পারিনি। করোনা প্রভাবের কারনে সকলকেই স্বাস্থ্যবিধি মানতে হচ্ছে। তাই এবার জমকালো আয়োজন করা সম্ভব হয়নি। পুজা উদযাপন কমিটির তথ্য মতে জেলায় এবার চার শতাধিক মন্ডপে পুজা উদযাপন হচ্ছে।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.