• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন

স্বাধীনতা দিবসে ঠাকুরগাঁওয়ে সেচ্ছাসেবী সংগঠন সহায়ের বিশেষ উদ্যোগ

সাংবাদিকের নাম / ৫১ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

নিউজ ডেস্কঃ স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সেচ্ছাসেবী সংগঠন সহায় (জুলুম বস্তি) এর বিশেষ উদ্যোগ গ্রহন করা হযেছে। শুক্রবার সকাল থেকে দিন ব্যাপি শহরের জেলা স্কুল বড়মাঠে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ে কাজ করছে সংগঠনের সদস্যরা।
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাগর জানান, আমরা আমাদের সাধ্যমত চেস্টা করি সাধারণ ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করার। তারই অংশ হিসেবে আজ দিনব্যাপি রক্তের গ্রুপ নির্ণয়ে কাজ করছে সংগঠনটি। সাধারণ মানুষ বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে পারছেন। এতে মানুষের ভোগান্তি ও অর্থ সাশ্রয় হচ্ছে। আর গ্রুপ নির্ণয়ের পর আমরা ডাটা এন্ট্রি করছি। রোগীদের রক্তের প্রয়োজনে আমরা পরবর্তিতে তালিকা দেখে রক্ত দিয়ে সহায়তা করছি।
তবে সংগঠন চালাতে গিয়ে অর্থ সংকটে পরে ভালকিছু করার ইচ্ছে থাকলেও তা অনেক সময় হয়ে উঠে না। সার্বিক সহায়তা পেলে আরো ভাল করা সম্ভব। আমাদের চেস্টার কমতি নেই যতটুকু সামর্থ আছে তা নিয়েই কাজ করে যাচ্ছে সংগঠনের সদস্যরা।


এধরনের আরও সংবাদ