• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

স্পেনে বাংলাদেশীদের বর্ষবরণ অনুষ্ঠান ও মিলনমেলা অনুষ্ঠিত

সাংবাদিকের নাম / ৫৫ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০

জাকির হোসেন সুমন , ব্যুরো চীফ ইউরোপ : |গতকাল ৮ ই ডিসেম্বর স্পেনের মাদ্রিদে মেহমানখানা রেস্টুরেন্টে এতে বিভিন্ন জেলার সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসীরা অংশ নেন |বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মাহবুবুর রহমান ঝন্টুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি আল মামুন | তরুণ সংগঠক ও বৃহত্তর রংপুর অ্যাসোসিয়েশনের সমন্বয়ক ،জাকিরুল۔۔ ইসলাম জাকিরসার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ،বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান ،গ্রেটার ফরিদপুর এসোসিয়েশনের সভাপতি এমদাদ হাওলাদার কমিউনিটি ব্যক্তিত্ব ،মোঃ সেলিম মিয়া ،গ্রেটার সিলেট এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য এমদাদুল হক ،গ্রেটার নোয়াখালী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু সায়েম মজুমদার ،কমিউনিটি নেতা ক্রিস রিবেরি ،সুরুজ মিয়া ،ফকরুল ইসলাম ،আবু বক্কর ،শামীম আহমেদ ،গ্রেটার ঢাকা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ،আবুল হুসেন، সাধারণ সম্পাদক ইনসাফ সুমন ،কমিউনিটি ব্যক্তিত্ব জাকির হুসেন ،রফিক۔খান ،মৌলভীবাজার এসোসিয়েশননিন۔۔ স্পেনের উপদেষ্টা নাজমুল ইসলাম নাজু ،সিনিয়ির সহ সভাপতি খায়রুজ্জামান জামান ،সংগঠণিক সম্পাদক জেন্স শিপার ،ময়মনসিংহ এসোসিয়েশনের নেতা এম আই এ আমিন ، ছানুর মিয়া সাদ | অনুষ্ঠানে বক্তারা সম্প্রীতি সৌহার্দ্য ও আন্তরিকতার বন্ধনে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ কমিউনিটি কে সকলের সহযোগিতা এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন| পরে এক নৈশ ভোজ এ সকলে অংশ নেন | |


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.