• বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

স্পেনের বার্সেলোনায় বিজয় দিবস পালিত

সাংবাদিকের নাম / ১১২ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯

জাকির হোসেন সুমন , ব্যুরো চীফ ইউরোপ : বার্সেলোনার প্লাজা পেদ্রো শহিদ মিনার চত্বরে বাংলাদেশ এসোসিয়েশন এন বার্সেলোনার আয়োজনে বীর বাংঙ্গালীর বিজয় গাথা ১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়েছে। ৩০ লক্ষ্য শহীদের আত্মত্যাগ সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা শহীদদের সম্মান জানাতে সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। সুরেলা কন্টে বিজয়ের সুর সবকটা জানালা খুলে দাও না ,ওরা আসবে ,আমারা তোমাদের ভুলবনা।বিকাল ৪টা থেকে স্বদেশ প্রেমি মানুষ মুক্তিযুদ্ধাদের স্মৃতি সৌধে ফুল দিয়ে শহীদদের সম্মান প্রদর্শন করেন। বাংলাদেশ এসোসিয়েশন বার্সেলোনার সভাপতি মাহারুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক হিরা আলম সংগঠনের সম্পাদক মন্ডলী , উপগেষ্টা সহ সবাই কে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন,সাথে ছিলেন বার্সেলোনায় অবস্হিত বাংলাদেশ দূতাবাসের প্রধান সিনিয়র রামন পেদ্রো,পরে কুলতুরাল এসোসিয়েশন উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালুনীয়া, কাতালোনিয়া আওয়ামীলীগ , বার্সেলোনা আওয়ামীলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাতালোনিয়া শাখা,সান্তাকলোমা আওয়ামীলীগ বার্সেলোনা, বাংলাদেশ প্রেস ক্লাব ইন বার্সেলোনা,বয়েজ অব বার্সেলোনা, ঢাকা জেলা সমিতি, চট্টগ্রাম জেলা সমিতি,গ্রেটার কুমিল্লা কুলতোরাল এসোসিয়েশন সান্তাকলোমা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, কাতালোনিয়া আওয়ামী যুবলীগ ( শাহাবুদ্দিন), বড়লেখা সমিতি, ওসমানী নগর বালাগঞ্জ,সাবেক ছাত্রলীগ ফোরাম বার্সেলোনা, গোলাপগঞ্জ এসোসিয়েশন বার্সেলোনা, সুনামগঞ্জ জেলা কুলতোরাল এসোসিয়েশন এন কাতালোনিয়া, ঐতিহ্যবাহী বিয়ানী বাজার সমিতি বার্সেলোনা, কুলাউড়া সমিতি,শরীয়তপুর কুলতোরাল এসোসিয়েশন এন বার্সেলোনা, মাদারীপুর জেলা সমিতি, মাদারীপুর প্রবাসী ভি আই পি ক্লাব, কাতালোনিয়া মহিলা আওয়ামীলীগ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করেন। বাংলাদেশ এসোসিয়েশন বার্সেলোনার সভাপতি মাহারুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক হিরাশআলম তাদের যৌথ বিবৃতিতে মুক্তিযুদ্ধেরে স্মৃতি চারন করতে গিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।তারা বলেন শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না।স্বাধীনতাকে যারা অস্বিকার করে তারা কখনো বাংলাদেশের নাগরিক হতে পারে না।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.