• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

স্কুল ছাত্রী নির্যাতনকারি শামীমকে গ্রেফতারে দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সাংবাদিকের নাম / ৫০ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্কঃ স্কুল ছাত্রীর নির্যাতনকারি শামীমকে গ্রেফতারে দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। আজ সোমবার সকালে স্থানীয় এলাকাবাসি উদ্যোগে সদরের রুহিয়া থানা এলাকার সালিহা মাদ্রাসা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রুহিয়া চৌরাস্তায় এসে মানববন্ধন কর্মসুচিতে যোগ দেয়।
এসময় রুহিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানীসহ মানববন্ধনে অংশ নেয়া স্বজনরা বলেন, ১৩ সেপ্টেম্বর বিকেলে সদরের রাজাগাঁও ইউনিয়নের চাপাতি গ্রামের এক ৮ম শ্রেনীর শিক্ষার্থী বাড়ির পাশে পুকুর পারে গেলে একই এলাকার শামিম হোসেন মুখ চেপে ধরে নির্জন জায়গায় নিয়ে হাত-পা বেধে ধর্ষনের চেষ্টা চালায়। এসময় মেয়েটি চিৎকার করলে লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাঁটিয়ে পালিয়ে যায় শামীম।
এ ঘটনার পর পরিবারের পক্ষ থেকে রুহিয়া থানায় মামলা করা হলেও অজ্ঞাত কারনে আসামী শামীকে গ্রফতার করছে না পুলিশ। অবিলম্বে শামীমকে গ্রেফতারের দাবি জানায় স্থানীয় স্বজন ও স্থানীয়রা। এছাড়াও শামীমের বিরুদ্ধে ২০১৬ সালে হত্যা মামলার আসামী করা হয়। যা এখনো বিচারাধীন।


এধরনের আরও সংবাদ