• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন

স্কুলছাত্রী শ্রাবণী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিকের নাম / ৫৪ জন দেখেছেন
আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২০

নিউজ ডেস্কঃ সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের পড়–য়া ১০ম শ্রেণীর শিক্ষার্থী শ্রাবণী হত্যার বিচারের দাবিতে ঠাকুরগাঁও বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে প্রতিষ্ঠানের শিক্ষ ও শিক্ষর্ধীরা। আজ শনিবার সকাল ১১টায় শহরের চৌরাস্তায় এ কর্মসুচি পালন করে তারা।
ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে প্রতিষ্ঠানের প্রধাণ শিক্ষক দীপেন্দ্র নাথ ঝাঁ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর কুমার গুপ্তসহ স্কুলের সহপাঠিরা হত্যার প্রতিবাদ জানিয়ে হত্যাকারি সোহাগ বর্মন ফাসির দাবি জানান। সেই সাথে হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন তারা। অন্যথায় আরো কঠোর কর্মসুচির হুশিয়ারী উচ্চারণ করেন তারা।
এর আগে স্কুল প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিন করে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় সদর উপজেলার আকচা ইউনিয়নের আশ্রমপাড়া গ্রামে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করা হয় শ্রাবণীকে।


এধরনের আরও সংবাদ