• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:১২ অপরাহ্ন

সোমবারের জেএসসি-জেডিসি পরীক্ষাও স্থগিত

সাংবাদিকের নাম / ২৩৬ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০১৯

নিউজ ডেক্সঃ ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আগামীকাল সোমবার (১১ নভেম্বর) অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী জেএসসির ‘বিজ্ঞান’ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ১৩ নভেম্বর এবং জেডিসির ‘ইংরেজি’ পরীক্ষা ১৬ নভেম্বর।

এর আগে একই কারণে শনিবারের (০৯ নভেম্বর) জেএসসি ১২ নভেম্বর ও জেডিসি ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু সেটি আবারও পেছাল।

জেএসসির ‘গণিত’ পরীক্ষা ১২ নভেম্বর অনুষ্ঠিত হবার কথা থাকলেও সেটি ১৪ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। আর ১৪ নভেম্বরের জেডিসির ‘গণিত’ পরীক্ষা ১৫ নভেম্বর সকাল ৯টায়।

রোববার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

গত ২ নভেম্বর থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়। 

এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে ছাত্র ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ২ লাখ ১৮ হাজার ২৯২ জন বেশি।


এধরনের আরও সংবাদ