নিউজ ডেস্কঃ সেচ্ছাশ্রমে করোনা রোগীর সেবা দিতে চায় ঠাকুরগাঁওয়ের উম্মে কুলসুম নামে এক নারী। কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন ডাঃ মাহফুজার রহমান সরকারের কাছে একটি লিখিত আবেদন প্রদান করেন। তার বাসা জেলার পীরগঞ্জ উপজেলার বথপালিগাঁও গ্রামের মৃত- মোশারুল ইসলাম কন্যা।
সিভিল সার্জন বরাবরে লিখিত আবেদনে তিনি জানান, রংপুর প্রাইম মেডিক্যাল কলেজ হতে ৩ বছর মেয়াদী কোর্সে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডিপ্লোমা করেছেন এবং ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল হতে এক বছরের ইন্টার্নশীপ করেছেন। কাজেই স্বাস্থ্য সহকারি হিসেবে তার সকল প্রকার যোগ্যতা রয়েছে বলে দাবি তার।
এই মহামারী কালীন সময়ে তিনি দেশের যেকোন কমিউনিটি ক্লিনিক,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে স্বেচ্ছাশ্রমে করোনা রোগীদের সেবা করতে পারলে তিনি নিজেকে ধন্য মনে করবেন বলে জানান তিনি।
এ বিষয়ে সিভিল সার্জন তাকে আশস্ত বলেন, বর্তমানে স্বাস্থ্য ক্ষেত্রে তেমন কোন সংকট নেই। প্রয়োজন হলে অবশ্যই তাকে অবগত করা হবে।