• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন

সুমনা হত্যার বিচারের দাবি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতেও আরো ৩জন গ্রেফতার

সাংবাদিকের নাম / ৩২৪ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্কঃ তৃতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থী সুমনা হক (৯) হত্যার বিচারের দাবিতে এবার বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সোমবার সকাল ১১টায় স্বেচ্ছাসেবী সংগঠন বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশনের আয়োজনে এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সংবাদকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিঞা, স্বেচ্ছাসেবী সংগঠন বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশনের পরিচালক আজাদ আল শামস, সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ, এস এম মশিউর রহমান, এনএম নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজকল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, সাংবাদিক সোহেল রানা সুমনসহ আর অনেকে।

বক্তারা বলেন-স্কুলছাত্রী শিশু সুমনা হককে হত্যাকারী রিয়াজ আহম্মেদ কাননের দ্রুত কঠোর শাস্তির দাবীসহ ঘটনার সাথে জড়িত অন্যান্যদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এর আগে গত শুক্রবার ও শনিবার ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করে। গত রবিবার হত্যাকারী রিয়াজ আহম্মেদ কাননের কঠোর শাস্তির দাবিতে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও ঠাকুরগাঁও পুলিশ বরাবরে স্মারক লিপি প্রদান করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে জেলা শহরের গোয়ালপাড়া এলাকায় স্কুলছাত্র রিয়াজ আহম্মেদ কাননের বসতঘরের মাটি খুঁড়ে সুমনা হকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সুমনা হক গোয়ালপাড়া এলাকার জুয়েলের মেয়ে। সে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী ছিল। রিয়াজ আহম্মেদ কানন একই এলাকার ইয়াসিন হাবীবের ছেলে। এ ঘটনায় গতকাল রাতে রিয়াজের পরিবারের আরো ৩জনকে গ্রেফতার করে পুলিশ।


এধরনের আরও সংবাদ