জাকির হোসেন সুমন,ব্যুারো চীফ ইউরোপ: তাসনিমুল তাজের চিত্রনাট্য এবং নিয়ামুল মুক্তার রচনা ও পরিচালনায় নির্মিত সিনেমা ‘কাঠবিড়ালী’ গত ১৭ জানুয়ারি মুক্তি পাবার পরে বিদেশের মাটিতে গত শনিবার প্রথম প্রদর্শিত হয় সুইজারল্যান্ডের জুরিখের বাংলা স্কুলে।
কাঠবিড়ালী সিনেমার পরিচালক নিয়ামুল মুক্তার নির্মিত প্রথম ছবি হলেও জুরিখে ছবিটি ভুয়সি প্রশংসিত হয়েছে।
বাংলা স্কুল মিলনায়তনে এ সময়ে ছোট ছোট শিশুদের সাথে পরিবারের সদস্যরা একত্রে ছবিটি দেখে ব্যাপক বিনোদন নেন।
এ সময়ে উপস্থিত ছিলেন প্রযোজনার সঙ্গে যুক্ত ইতালী প্রবাসী ফরহাদ শাহী। তিনি জানালেন,জুরিখের দর্শক সিনেমাটির প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, তা সবার অনুপ্রেরণা জুগিয়েছে। ইউরোপের অন্যান্য দেশেও ‘কাঠবিড়ালী’ মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে।
বাংলা স্কুল জুরিখ, প্রবাসে নতুন প্রজন্মেকে সিনেমার মাধ্যমে বাংলা ভাষা এবং সংস্কৃতি বিকাশের পরিকল্পনা নিয়েছে। ইতি মধ্যে ঢাকা এ্যাটাক এবং সাপলুডু ছবি দুটোও জুরিখে পদর্শিত হয়েছে স্কুলের সৌজন্যে।
ছবির পরিচালক নিয়ামূল মুক্তা সহ সকল শিল্পী এবং কলাকৌশলীদের বাংলা স্কুল জুরিখের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে দেশের নবীন এই সৃষ্টিশীলদের সকল কাজের পাশে সব সময় বাংলা স্কুল জুরিখ থাকবে বলে ঘোষণা দেন বাংলা স্কুল কতৃপক্ষ।
ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন আসাদুজ্জামান আবীর ও সাইদ জামান শাওন এবং অন্যান্য চরিত্রে শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ, তানজিনা রহমান।