• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

সিলেটকে উড়িয়ে দিল রাজশাহী

সাংবাদিকের নাম / ২২৯ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু বিপিএলের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছিল সিলেট থান্ডারস ও রাজশাহী রয়্যালস। নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়া পদ্মাপাড়ের দল রাজশাহী দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে। একই সঙ্গে টানা দুই ম্যাচ হারের স্বাদ পেল সিলেট।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ৫৫ বল হাতে রেখেই সিলেটকে ৮ উইকেটে হারিয়েছে রাজশাহী।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর দলপতি আন্দ্রে রাসেল। ব্যাটিংয়ে নেমে মোসাদ্দেক হোসেন সৈকতের সিলেট ১৫.৩ ওভারে গুটিয়ে যায় ৯১ রানে। জবাবে, ব্যাটিংয়ে নেমে ১০.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে রাজশাহী।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নামে সিলেট। ৪ ওভারেই ৩৫ রান তুলে নেন ওপেনার রনি তালুকদার আর জনসন চার্লস। রনি তালুকদার ১৭ বলে করেন ১৯ রান। আর চার্লস ১০ বলে করেন ১৬ রান।

তিন নম্বরে নামা মোহাম্মদ মিঠুন ১৮ বলে ২০ রান করে বিদায় নেন। জীবন মেন্ডিস ০ রানে ফিরলেও দলপতি মোসাদ্দেক হোসেন ২১ বলে করেন ২০ রান। ১৩ বলে ১০ রান করেন নাজমুল হোসেন মিলন। শেষ দিকে নাঈম হাসান ১, নাভিন উল হক ২, ক্রিসমার সান্তোকি ০, নাজমুল ইসলাম ০, এবাদত হোসেন ১ রান করেন।

রাজশাহীর দলপতি রাসেল ৩.৩ ওভারে ২৫ রান দিয়ে নেন একটি উইকেট। তাইজুল ২ ওভারে ১৫ রান দিয়ে কোনো উইকেট পাননি। ২ ওভারে ১৪ রান দিয়ে উইকেট পাননি পেসার আবু জায়েদ রাহি। ৩ ওভারে ১৭ রান খরচায় তিনটি উইকেট তুলে নেন অলোক কাপালি। রবি বোপারা ৩ ওভারে ১০ রানের বিনিময়ে নেন দুটি উইকেট। আর ফরহাদ রেজা ২ ওভারে মাত্র ৯ রান দিয়ে পান আরও দুটি উইকেট।


৯২ রানের সহজ টার্গেটে ব্যাটিংয়ে নেমে রাজশাহীর ওপেনার হজরতউল্লাহ জাজাই ইনিংসের প্রথম ওভারে বিদায় নেন। আরেক ওপেনার লিটন দাস ২৬ বলে ৭টি চারের সাহায্যে ৪৪ রান করে অপরাজিত থাকেন। মাঝে আফিফ হোসেন ২৫ বলে তিনটি চার আর দুটি ছক্কায় করেন ৩০ রান। শোয়েব মালিক ১১ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন।

সিলেটের নাঈম হাসান এবং নাভিল উল হক একটি করে উইকেট তুলে নেন।


এধরনের আরও সংবাদ