নিউজ ডেস্ক: ঠাকুরগাঁও সদর উপজেলার ৭নং চিলারং ইউনিয়ন এর বাঁশগাড়া সিরাজুল হুদা দাখিল মাদ্রাসা মাঠে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি ও শতভাগ পাশ এবং মান সম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার সকালে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপত্বি করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান (রাজু), প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী। এসময় আরো উপস্থিত ছিলেন মহাদেবপুর বালিকা উচ্চ বিদ্যালয় সভাপতি মানাবিন্দু রায়, ৭০ নং বাঁশগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি সাইদুর রহমান, মাদ্রাসার প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম, মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আইয়ুব আলী চেয়ারম্যান বলেন শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব প্রদানের জন্য অভিভাবকদেরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা পড়ালেখায় ফাঁকি দিচ্ছে কিনা সে দিকে লক্ষ রাখতে হবে। বিদ্যালয়ের পড়ালেখার পাশাপাশি বাড়িতে পড়ালেখা করছে কিনা সে দিকে নজর দিতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখায় ফাঁকি দেয়ার অন্যতম কারণ হচ্ছে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, ইত্যাদি। তারা এ দিকে আকৃষ্ট হয়ে পড়লে আগামীতে জে ডি সি ও দাখিল পরীক্ষার রেজাল্ট ভালো করা সম্ভব না। তাই এসবের কুফল সম্পর্কে তাদের ধারণা দিতে হবে। তিনি আরও বলেন এই প্রতিষ্ঠানের প্রতি আমি দৃষ্টি রাখব এবং বিভিন্ন অনুদান দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব।