• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

সিঙ্গাপুরে আরো দুই বাংলাদেশির শরীরে করোনা

সাংবাদিকের নাম / ৬২ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: সিঙ্গাপুরে আরও দুই বাংলাদেশির শরীরে নতুন করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তথ্যটি জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

এর আগে আরো দুই বাংলাদেশির করেনা ভাইরাস আক্রান্ত শনাক্ত করা হয়। এদের মধ্যে প্রথম ব্যক্তি আইসিইউতে চিকিৎসাধীন। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, প্রথম যিনি শনাক্ত হয়েছিলেন, দ্বিতীয় শনাক্ত হওয়া ব্যক্তি তার সংস্পর্শেই ছিলেন।

তিনি জানান, এই দুই রোগীর সংস্পর্শে ছিলেন এমন ১৯ জনকে কোয়ারেন্টাইনে রেখেছে সিঙ্গাপুর সরকার। এর মধ্যে ১০ জনই বাংলাদেশি।

আইইডিসিআর’র পরিচালক বলেন, ওখানে কাজ করতেন ওখান থেকেই তারা আক্রান্ত হয়েছেন। ওখানে আরো কয়েকজন আক্রান্ত হয়েছে। এটা নিশ্চিত তারা সিঙ্গাপুর থেকেই আক্রান্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত ৬১ জনের নমুনা পরীক্ষা হয়েছে যাদের কারো মধ্যেই করোনার উপস্থিতি নেই বলে নিশ্চিত করেছে আইইডিসিআর।

এর আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা নতুন এ তথ্য দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর।


এধরনের আরও সংবাদ