নিউজ ডেস্কঃ অবশেষে গ্রেফতার জোবেদা খাতুন সর্বজনীন স্বাস্থ্যসেবার (জেকেজি হেলথকেয়ার) চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে ৪ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। রোববার (১২ জুলাই) বিকেলে এ তথ্য জানান তেজগাঁও উপ পুলিশ কমিশনার হারুনুর রশীদ। এর আগে দুপুর ১টায় তেজগাঁও উপ পুলিশ কমিশনার কার্যালয়ে আসেন আত্মগোপনে থাকা ডা. সাবরিনা। এরপরই শুরু হয় পুলিশের জিজ্ঞাসাবাদ। যা চলে টানা ৩ ঘণ্টা। করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেয়ার প্রতারণার মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে পুলিশের করা একটি প্রশ্নেরও দিতে পারেনি জেকেজির চেয়ারম্যান। অস্বীকার করতে থাকেন সব অভিযোগ। এ কারণেই স্বামী আরিফের মতোই প্রতারণার মামলায় গ্রেফতার দেখানো হয় সাবরিনাকে। পরে পুলিশের গাড়িতে করে সাবরিনাকে নেয়া হয় তেজগাঁও থানায়।
আরও পড়ুন: করোনার ভুয়া রিপোর্টের কথা জানতেন স্বাস্থ্য ডিজি! (ভিডিও)সংবাদ সম্মেলনে তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার মো. হারুনুর রশীদ জানান, হাজারো মানুষকে করোনার ভুয়া রিপোট দিয়ে তাদের জীবনকে ঝুঁকিতে ফেলেছে জেকেজি। আর চেয়ারম্যান হিসেবে সাবরিনা কোনোভাবেই এর দায় এড়াতে পারেন না। আরও পড়ুন: সাবরিনা-জেকেজিকাণ্ডে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তি তিনি বলেন, তেজগাঁও থানার প্রতারণার মামলায় সাবরিনাকে আগামীকাল (১৩ জুলাই) আদালতে তোলা হবে। সেখানে সাবরিনার ৪ দিনের রিমান্ড চাইবে পুলিশ। রিমান্ডে সাবরিনার কাছ থেকে জেকেজির প্রতারণার সব তথ্য বের হয়ে আসবে বলে আশা জানান।