• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন

সাপাহারে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি

সাংবাদিকের নাম / ১১৪ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

মোঃ রনি সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকারের নামে সাপাহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ঘটনায় ২৬ জানুয়ারি বুধবার সাপাহার থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যার ডাইরি নাম্বার ১০১৪।
দৈনিক সরেজমিন বার্তা সাপাহার উপজেলা ও ঠাকুরগাঁও নিউজ পেপার২৪ ডট কম’র নওগাঁ জেলা প্রতিনিধি জুয়েল রহমান। গত ২৫ জানুয়ারি সাপাহার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকারের ছেলে মেহেদী হাসান সরকার (৩২) কে টাকা আত্মসাতের অভিযোগের একটি মামলায় আত্মসমর্পণ করতে গেলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় সাংবাদিক হিসেবে আমি আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে তাকে আটকের বিষয়ে একটি স্ট্যাটাস দেই। এঘটনাটি মেনে নিতে না পেরে ওই দিন রাত সাড়ে ৮টার দিকে সাপাহার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার ও তার দলবল নিয়ে জিরো পয়েন্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে আমার উপর অতর্কিত হামলা চালায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ সহ জুতাপেটার ঘটনা ঘটায়। যাতে করে একজন সাংবাদিক হিসেবে আমার জন্য এটি অনাকাঙ্ক্ষিত এবং মানহানিকর ঘটনা। আমি এঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবী জানাচ্ছি।

মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকারের এহেন ন্যাক্কারজনক ঘটনাকে ধিক্কার জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান সাপাহার উপজেলার সাংবাদিক মহল।


এধরনের আরও সংবাদ