• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

সাকিবদের প্রশংসায় শাহরুখ

সাংবাদিকের নাম / ১৫৪ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্কঃ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে জয় দিয়ে আইপিএলে শুভসূচনা করেছে কলকাতা নাইট রাইডার্স। রোববার (১১ এপ্রিল) ১০ রানের জয় পেয়েছে কলকাতা। 

নিজেদের প্রথম ম্যাচে ব্যাট হাতে ৩ রান এবং বল হাতে ‌একটি উইকেট নিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। এছাড়া টপ অর্ডারে নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি এবং শেষদিকে দীনেশ কার্তিকের ক্যামিও ইনিংসে চ্যালেঞ্জিং স্কোর গড়ে কলকাতা।

এরপর বল হাতে রাসেল-সাকিবদের আলো ছড়ানো বোলিং আর মরগানের অধিনায়কত্বে দারুণ সূচনা পায় নাইট রাইডার্স।

এদিকে, জয় দিয়ে আইপিএল শুরুর জন্য সাকিবদের প্রশংসা করেছেন কলকাতা নাইট রাইডার্স মালিক শাহরুখ খান।

বলিউড বাদশা টুইটারে লিখেন, ‘১০০তম ম্যাচ জিতে খুব ভালো লাগছে। প্রসিদ্ধ কৃষ্ণ, দীনেশ কার্তিক, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, আন্দ্রে রাসেল, হরভজন সিং, সাকিব আল হাসান, প্যাট কামিন্স- আসলে সবার খেলাই দুর্দান্ত লেগেছে।’

মুম্বাই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংসের পর তৃতীয় দল হিসেবে শততম ম্যাচ জিতল কলকাতা। তবে এই ম্যাচটি মাঠে থেকে সরাসরি উপভোগ করতে পারেননি শাহরুখ খান।


এধরনের আরও সংবাদ