• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন

সহিংসতা মুক্ত নির্বাচনের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

সাংবাদিকের নাম / ৫১ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেক্সঃ সহিংসতা মুক্ত ও চলমান ইউনিয়ন পরিষদের সুষ্ঠ নির্বাচনের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা শহরের চৌরাস্তায় অধিকার সুরক্ষা পরিষদের ব্যানারে এ কর্মসুচি পালিত হয়।
ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসুচি চলাকালে সংগঠনের সাধারণ সম্পাদক আবু মহীউদ্দিন, আইনজীবী ইমরান হোসেনসহ বক্তারা বলেন, গেল তিত্বীয় দফা নির্বাচনে জেলার পীরগঞ্জ উপজেলায় ঘিডোব সরকারি বিদ্যালয় ভোট কেন্দ্রে বিজিবির গুলিতে এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়। যা অনাকাঙ্খিত।
আগামী ২৬ ডিসেম্বর সদর উপজেলা নির্বাচন। এরই মধ্যে বিভিন্ন ইউনিয়নে সহিংসতার খবর আসলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যত পদক্ষেপ গ্রহন করা হচ্ছে না। তাই ভোটের দিন প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত আইনশৃংখলা মোতায়েনের মাধ্যমে অবাধ ও সুষ্ঠ ভোট গ্রহনের দাবি করেন বক্তারা। সেই সাথে পরবর্তি সংহিসতা ঢেকাতে উদ্যোগ নেয়ার দাবি তাদের।
মানববন্ধনে লেখক, আইনজীবী, সাংবাদিক, সমাজকর্মী ও শুসীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

 

 


এধরনের আরও সংবাদ