• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন

সরকার যে সড়ক পরিবহন আইন করেছে এটা বাস্তব সম্মত নয় -বিএনপি’র মহাসচিব-মির্জা ফখরুল

সাংবাদিকের নাম / ২১৮ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯

নিউজ ডেস্কঃ বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বিচ্ছিন্ন সংকট নয়। এ সরকার ব্যর্থ। এসবের দিকে তাদের নজর নেই। তাদের নজর মেগা প্রজেক্ট এর দিকে। টাকা বাড়িয়ে বিদেশে প্রাচার করা। যা ইতোমধ্যে ২৮ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। বেগম খালেদা জিয়া জেল থেকে বের হলে সংকট কাটিয়ে উঠতে পারতো। সরকার যদি খালেদা জিয়ার সাথে আলাপ আলোচনা শুরু করেন তাহলে দেশকে ও জাতিকে মুক্ত করা যেত। বাংলাদেশ এখন ব্যর্থ রাস্ট্রে পরিনত হচ্ছে।
রোহিঙ্গা সংকট কাটিয়ে উঠতে পারছি না। দুই বছর হলো একজনকেও ফেরত পাঠানো যাচ্ছে না। এ সরকারের কোন দেশের সাথে ভালভাবে কথা বলতে পারছে না বলেই সফল হতে পারছে না। সরকার যে সড়ক পরিবহন আইন করেছে এটা বাস্তব সম্মত নয় বলেই এ ধরনের ধর্মঘটে পরতে হচ্ছে। সড়ক পরিবহনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার বলে মনে করেন তিনি।
আজ বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে মির্জা ফখরুল সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।


এধরনের আরও সংবাদ