• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন

সরকার চাইলেই বেগম জিয়ার মুক্তি হতে পারে

সাংবাদিকের নাম / ৪৫ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ সরকার বেগম জিয়ার জামিন নিয়ে খেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সময় সংবাদকে তিনি একথা বলেন। ফৌজদারি মামলায় প্যারোল চাওয়ার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, বিএনপি আশা করেছে এবার বেগম জিয়ার জামিন হবে।

তিনি আরো বলেন, আমরা সব সময় বলেছি, সরকারের যদি সদিচ্ছা থাকে। তাহলে বেগম জিয়ার মুক্তি জামিনেও হতে পারে, আইনের অধীনে হতে পারে। প্যারোলের মুক্তির কোনো আইন নাই। সে নীতিমালায় কিছু নির্দেশ দেওয়া আছে। যদি কোন সাজা প্রাপ্ত ব্যক্তির আত্মীয় স্বজন মারা যায় তাহলে তাকে কিছু সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া যেতে পারে।


এধরনের আরও সংবাদ