• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:২৬ অপরাহ্ন

সরকারের ভুল সিদ্ধান্তে আক্রান্ত-মৃত্যু বাড়ছে: ফখরুল

সাংবাদিকের নাম / ৬২ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২০

নিউজ ডেস্কঃ সরকারের ভুল সিদ্ধান্তে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৯ মে) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
করোনার এ পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলেও মন্তব্য করেন ফখরুল।
তিনি বলেন, সরকার শুরু থেকেই মানুষকে সুরক্ষিত রাখার বিষয়ে উদাসীনতা দেখিয়ে এসেছে। স্বাস্থ্যখাতকে অবহেলা করেছে। সরকারের ভুল সিদ্ধান্তে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে; যা ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নেবে বলেও আশঙ্কার কথা জানান বিএনপির এ নেতা।
সংবাদ সম্মেলনে শপিং মল খোলার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, একদিকে শারীরিক -সামজিক দূরত্ব নিশ্চিতের কথা বলে আবার একই সময়ে সীমিত আকারে শপিংমল খোলা এবং যানবাহন চালু রাখা সরকারের এমন সিদ্ধান্ত সাংঘর্ষিক।


এধরনের আরও সংবাদ