নিউজ ডেক্সঃ দেশে সম্প্রচারের অপেক্ষায় আরো ১১টি টিভি চ্যানেল। এদের মধ্যে তিনটি এখনো ফ্রিকোয়েন্সি পায়নি। আর পূর্ণ সম্প্রচারে আছে ৩০টি। সোমবার (১১ নভেম্বর) সংসদে সাংসদ আহসানুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ তথ্য জানান।
অপেক্ষায় থাকা টিভি চ্যানেলগুলো হলো- আবদুল্লাহ আল মামুনের চ্যানেল-২১, নুর মোহাম্মদের উৎসব, মোহাম্মদ সাইফুল আলমের রংধনু, ধানাদ ইসলাম দীপ্তর তিতাস, তানভির আবিরের খেলা টিভি, জিনাত চৌধুরীর আমার টিভি, মামুনুর রশীদ কিরণের গ্লোবাল টিভি, মুহম্মদ শফিকুর রহমানের সিটিজেন টিভি, তানজিয়া সিরাজের প্রাইম টিভি, শীলা ইসলামের স্পাইস টিভি ও আবুল বাশার মোহাম্মদ রকিবুল বাসেতের টিভি টুডে।
প্রশ্নোত্তরের আগে বিকেল সোয়া ৪টার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।