• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:১৯ অপরাহ্ন

সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার

সাংবাদিকের নাম / ৫০ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্কঃ চাল চুরির সংবাদ প্রকাশের জেরে অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার এবং ঠাকুরগাঁওয়ের স্থানীয় সাংবাদিক দৈনিক অধিকারের প্রতিনিধি আল মামুন জীবনসহ সকল সংবাদিকদের বিরুদ্ধে করা সকল মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখা। সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানান জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ‘চাল চুরির সংবাদ প্রকাশের জেরে’ অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারসহ চারজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এছাড়া আইসিটি মামলা হয়েছে ঠাকুরগাঁওয়ের স্থানীয় সাংবাদিক দৈনিক অধিকারের প্রতিনিধি আল মামুন জীবন এর বিরুদ্ধেও। বিজ্ঞপ্তির মাধ্যমে দুই সম্পাদক ও স্থানীয় সাংবাদিক মামুনসহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় এ সংগঠনের পক্ষ থেকে।
এ বিষয়ে জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ জানান, গণমাধ্যম্যের মত প্রকাশের স্বাধীনতার অবারিত সুযোগ করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় তথ্যমন্ত্রীও এ বিষয়ে আন্তরিকতার সাথে কাজ করছেন। তারপরেও সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা মামলার শিকার হচ্ছে। আমরা ঠাকুরগাঁও জেলার সকল সাংবাদিক ও আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের কাছে এসব মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।


এধরনের আরও সংবাদ