• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন

সমাবেশ থেকে সরে আসল ঐক্যফ্রন্ট

সাংবাদিকের নাম / ২৩৮ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

নিউজ ডেক্সঃ সোমবার (২১ অক্টোবর) সময় টেলিভিশনের সাংবাদিককে ফোনে ঐক্যফ্রন্ট নেতা ও জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব জানান, অনুমতি না পেয়ে আমরা সিদ্ধান্ত থেকে সরে এসেছি।

তিনি বলেন, এটা কোনো ভয়ের ব্যাপার না, সরকার অনুমতি না দিয়ে অন্যায় কাজ করছে এবং সংবিধানবিরোধী কাজ করছে। আমরা এর তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি এবং ঘৃণা প্রকাশ করছি। আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে, বৈঠক করে পরবর্তী কর্মসূচি জানানো হবে।

ফোনে গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়াও একই কথা জানান।

এর আগে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেন ঐক্যফ্রন্ট নেতারা।

ওই সময় জাতীয় ঐক্যফ্রন্টকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়নি- তবে অনুমতি না দেয়া হলেও সেটি করা হবে জানান জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। তার কিছুক্ষণের মধ্যে ভোল পাল্টে ফেলেন তিনি। যেকোনো মূল্যে সমাবেশের ঘোষণা দিয়েও সরে আসেন তিনি।


ঐক্যফ্রন্টের নেতারা বলছেন, সমাবেশের অনুমতি না দিয়ে সরকার ও প্রশাসন স্বাধীন গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঐক্যফ্রন্ট নেতাদের দেখা করার অনুমতি দেয়া হয়েছে বলেও জানান রব। তবে, আইজি প্রিজন নেতাদের জানাবেন কবে কখন দেখা করতে পারবেন তারা।

বৈঠকে আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রব। এসময় আরও উপস্থিত ছিলেন ড. রেজা কিবরিয়া, ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক ড. নুরুল আলম ব্যাপারি, শহিদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।


এধরনের আরও সংবাদ