• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন

সবার মতামত নিয়ে গ্রহণযোগ্য ইসি গঠনের আশা প্রকাশ রাষ্ট্রপতির

সাংবাদিকের নাম / ৪৮ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেক্সঃ সবার মতামত নিয়ে গ্রহণযোগ্য একটি ইসি গঠনের আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে শেষ হচ্ছে। যে কারণে নতুন ইসি গঠনে সোমবার (২০ ডিসেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপতি বলেছেন, নির্বাচন কমিশন নির্বাচনী প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ ফেব্রুয়ারি মাসেই শেষ হবে। তার পূর্বেই একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার এই উদ্যোগ।’
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে এবং নতুন নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদন করতে সক্ষম হবে।
রাষ্ট্রপতি এই প্রক্রিয়া সফল করতে সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সহযোগিতা কামনা করেন।
এবার যে ইসি গঠন হবে, তাদের ব্যবস্থাপনায় আগামী সংসদ নির্বাচন হবে।
নির্বাচন প্রক্রিয়া নিয়ে দেশে রাজনৈতিক অঙ্গনে মতভেদ এখনও কাটেনি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসা বিএনপি ইসি গঠনের সংলাপেও না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।


এধরনের আরও সংবাদ