• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন

শোক দিবস উপলক্ষে দুই শতাধিক অসহায় মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করলো বিজিবি

সাংবাদিকের নাম / ২২৩ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের গরিব ও দুস্থ দুই শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বর্ডারগার্ড বিজিবি। ঠাকুরগাঁও ব্যাটালিয়ান ৫০ বিজিবি’র ব্যবস্থাপনায় আজ মঙ্গলবার ১৫ই আগস্ট বিকেলে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী কোম্পানির আওতাধীন বগুলাবাড়ি স্কুল এন্ড কলেজ মাঠে সীমান্তঘেষা অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন বিজিবি কর্মকর্তাগণ। একই সাথে চিকিৎসকের মাধ্যমে শারীরিক চিকিৎসা সেবা প্রদানসহ প্রত্যেক দরিদ্র মানুষকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদানের সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল এমএইচ হাফিজুর রহমান, ৫০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল তানজির আহমেদ, বিজিবি হাসপাতালের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ, মেজর ডা: সামিয়া, মেজর ডা: রাশেদ, আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আকালু, বেউরঝাড়ী বিওপি ক্যাম্পের কমান্ডার সুবেদার এন্তাজুল ইসলাম। এছাড়াও গণমাধ্যম কর্মীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, প্রত্যেকটি উৎসব ও বিভিন্ন সময়ে বিজিবির পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষ মানুষের পাশে দাঁড়ায় বিজিবি। খাদ্য সামগ্রীসহ চিকিৎসা সেবা প্রদান ও জীবনমান উন্নয়নে বিজিবি সব সময় সহায়তা প্রদান করে আসছে। তারই অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়েছে বলে জানান বিজিবি সংশ্লিষ্টরা।


এধরনের আরও সংবাদ