নিউজ ডেস্কঃ শেরপুরের নালিতাবাড়ীতে তিন দিন শ্বাসকষ্টে ভোগার পর রোববার (২৯ মার্চ) রাত ১০টার দিকে একজনের মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৫৫ বছর।
তিনি খুলনা বাগেরহাট জেলার রামপালে পাইলিং শ্রমিকের কাজ করতেন। সেখানে কাজ বন্ধ হয়ে যাওয়ায় গত বৃহস্পতিবার তিনি নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ পলাশিকুড়া গ্রামে নিজ বাড়িতে আসেন।
নিহত ব্যক্তি স্থানীয় ফার্মেসি থেকে শ্বাস কষ্টের ওষুধ ব্যবহার করেছিলেন। তারপরও তার শ্বাস কষ্ট বন্ধ হয়নি। রাতে তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে ওই এলাকায় করোনা আতংক বিরাজ করছে। ফলে রাতেই ওই বাড়ি লকডাউন করে দেয়া হয়।
সোমবার (৩০ মার্চ) শেরপুরের সিভিল সার্জন ডা. এ কে এম আনোয়ারুর রউফ আইডিসিআরের সাথে যোগাযোগ করে তার নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠিয়েছেন। একই সাথে ওই বাড়ীর আশপাশের ১০ বাড়িকেও লকডাউন করা হয়। নিহত ব্যক্তির মরদেহ দাফনের জন্য ইসলামী ফাউন্ডেশনকে দায়িত্ব দেয়া হয়েছে। তবে ঢাকা থেকে নমুনার পরীক্ষার ফলাফল আসার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।