• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন

শীতে শ্রমিকদের পাশে দাড়ালেন ঠাকুরগাঁওয়ের-স্বজন

সাংবাদিকের নাম / ১০০ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ টানা অব্যাহত শীতে যখন মানুষেরা শীতবস্ত্রের অভাবে কস্ট করছিলেন ঠিক তখনি শীতবস্ত্র (কম্বল) বিতরণের মাধ্যমে উষ্ণতার যোগান দিয়েছেন ঠাকুরগাঁও জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মোঃ নূর এ শাহাদাৎ স্বজন। তিনি আজ মঙ্গলবার (১০ জানুয়ারী) বিকেলে জেলা শহরের বড়মাঠ এলাকায় অবস্থিত কার ও মাইক্রোবাস ষ্ট্যান্ডের ড্রাইভার, হেলপার, গ্যারেজ মিস্ত্রি ও কর্মচারিদের মাঝে প্রায় আড়াইশ কম্বল বিতরণ করেন।
এসময় শীতবস্ত্র পেয়ে খুশি শ্রমিক সংশ্লিস্টরা।

কম্বল বিতরণের সময় নূর এ শাহাদাৎ স্বজন জানান, নিজস্ব অর্থায়নের পাশাপাশি আরো দুজন এসব কম্বল প্রদানে অর্থায়ন করেছেন। বরাবরের মতো এবারো শীতবস্ত্র প্রদান করা হলো। তার একটিই কারন এ মানুষগুলো কখনো কারো কাছে চাইতে পারে না। কস্টে জীবন যাপন করেন সব সময়। সে কারনে নিজের সাধ্যমত সাহায্য করছেন বলে জানান তিনি।
এছাড়াও তিনি জেলা সদরের বরুনাগাঁও এলাকার আলামিন নামে এক ব্যক্তিকে একটি রিক্সা প্রদান করাসহ অসহায় এক অসুস্থ্য ড্রাইভারকে আট মাস ধরে চিকিৎসায় অর্থ প্রদান করে আসছেন পাশাপাশি শ্রমিক পরিবারের সদস্যদেরও সহায়তা করছেন বলে জানান তিনি।


এধরনের আরও সংবাদ