• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের মাঝে ন্যাপকিন বিতরণ

সাংবাদিকের নাম / ২৫৭ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯

নিউজ ডেক্সঃ ঠাকুরগাঁও সদরের রাজাগাঁও ইউনিয়নে এক হাজার ছাত্রীর মাঝে ন্যাপকিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও রাজাগাঁও ইউনিয়নে বাল্যবিবাহ, ভিক্ষুক ও মাদক মুক্ত দিবসের ৩ বছর পূর্তি উদযাপন উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ওই ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাটিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের এসে শেষ হয়। পরে রাজাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো প্রমুখ। সভা শেষে রাজাগাঁও ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণি হতে ১০ শ্রেণি পর্যন্ত ছাত্রীর মাঝে ন্যাপকিন বিতরণ করেন অতিথিরা। এছাড়াও রাজাগাঁও ইউনিয়নে পরিস্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি রাজাগাঁও ইউনিয়নে মাদককে জিরোতে নিয়ে আসার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।


এধরনের আরও সংবাদ