ভারতীয় দলের ক্রিকেটার মুহম্মদ শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কোলকাতার আলিপুর আদালত। বধূ নির্যাতনের মামলায় তার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। সোমবার (২ সেপ্টেম্বর) ওই মামলার শুনানিতে শামি উপস্থিত না হওয়ায় বিচারক এই নির্দেশ দিয়েছেন।
শামি যেহেতু বিদেশে রয়েছেন, সেই জন্যই তাঁকে আত্মসমর্পণের জন্য পনেরো দিন সময় দিয়েছেন বিচারক। যদিও সামির ভাইয়ের ক্ষেত্রে এমন কোনও নির্দেশ দেওয়া হয়নি। ফলে, তাঁকে গ্রেফতার করতে এখন কোনও বাধা নেই পুলিশের। প্রসঙ্গত শামির অভিযোগের পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশে গিয়ে তদন্ত করে এসেছিল কলকাতা পুলিশ।
নির্যাতনের মামলায় কোর্টে হাজিরা দেননি শামি। পনেরো দিন সময় দেওয়া হয়েছে। যেহেতু বিদেশে রয়েছেন, তাই আত্মসমর্পণের জন্য পনেরো দিন সময় দেওয়া হয়েছে শামিকে। তার মধ্যে শামি যদি হাজিরা না দেন, তাহলে তারকা ক্রিকেটারের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নিতে পারে আদালত।