• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

শাজাহান খান এমপি’র বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহরের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ

সাংবাদিকের নাম / ৫২ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকারি সভাপতি শাজাহান খান এমপি’র বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহরের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা।
আজ মঙ্গলবার দুপুরে জেলা ট্রাক, ট্যাংলরি কার্ভাড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের ব্যানারে বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা। মিছিলটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বের হয়ে শহর প্রদক্ষিন করে একইজায়গায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সভা করেন তারা। এসময় শ্রমিকরা বলেন, শাজাহান খান এমপি’র বিরুদ্ধে ইলিয়াস কাঞ্চনের দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে। তা না হলে আরো কঠোর কর্মসুচি দেয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন তারা।


এধরনের আরও সংবাদ