• মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩২ অপরাহ্ন

শাকিব খানের জ্বর, শ্যুটিং বাতিল

সাংবাদিকের নাম / ২৩৮ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯

গত কয়েকদিন ধরেই ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় নায়ক শাকিব খান। জ্বরে আক্রান্ত হওয়ার কারণে বান্দরবানে ছবির গানের শুটিং বাতিল করা হয়েছে বলে সময় নিউজকে জানিয়েছেন নির্মাতা বদিউল আলম খোকন। 

এর আগে শাকিব খান অসুস্থ শরীর নিয়ে বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ সিনেমার শুটিং করেন। পরবর্তীতে ভাইরাস জ্বরের কাছে হার মেনে শুটিং বন্ধ রেখে বাসায় বিশ্রামে চলে যান। তবে সোমবার (২ সেপ্টেম্বর)  থেকে রাজধানীর একটি শুটিং হাউসে শুটিংয়ে ফিরতে চাইলেও অসুস্থতার জন্য আর ফেরা হয়নি। 

শাকিব খান ও নবাগত জাহারা মিতু জুটির প্রথম চলচ্চিত্র ‘আগুন’।

নির্মাতা বদিউল আলম খোকন বলেন, এর আগে শাকিব খান জ্বরে আক্রান্ত হয়েছিলেন। সেসময় মৌসুম জ্বরের কথা জেনেছিলেন তিনি। এরপর প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর জ্বর নিয়ে শুটিং করেন শাকিব। কিন্তু কিছুদিন ধরেই ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছেন। আর এজন্য বান্দরবানের শুটিং বাতিল করতে হয়েছে। সুস্থ হলে গানের শুটিং শুরু হবে জানান খোকন। 

ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি। এদিকে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ছবি ‘শাহেনশাহ’। ছবিটি আগামী ৪ঠা অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত।


এধরনের আরও সংবাদ