• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:০০ অপরাহ্ন

রোপা পদ্ধতিতে প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে আখ চাষে উদ্বুদ্ধ করতে কৃষক মাঠ দিবস

সাংবাদিকের নাম / ১২৬ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও। রোপা পদ্ধতিতে শতভাগ প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে অধিক ফলন উৎপাদনে আখ চাষে উদ্বুদ্ধ করতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৪ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও সুগার মিলস্ কৃষি বিভাগের আয়োজনে সদর উপজেলার শিবগঞ্জ এলাকার মহেশপুরে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএসএফআইসি গ্রেট-১ এর চেয়ারম্যান আরিফুর রহমান অপু, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড এর লিফ গ্রোয়িং ম্যানেজার (ন্যাশনাল) বেলায়েত আলী আহসান, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আরএসআরএস ঠাকুরগাঁওয়ের আনিসুর রহমান,কেন্দ্রীয় আখ চাষি সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ঠাকুরগাঁও সুগার মিলস্ লিমিটেড এর ব্যবস্থাপক কৃষি আবু রায়হানসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, আখের ফলন বৃদ্ধিতে প্রযুক্তি মাধ্যমে এরমধ্যে বেশ কিছু এলাকায় আখ রোপণ করা হয়েছে। যা এখন দৃশ্যমান। সেই সাথে কৃষকের জন্য সুখবর রয়েছে তা হচ্ছে সরকারের পক্ষ থেকে আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে।
যা সংশ্লিষ্ট সবার জন্য খুশির খবর। আজকের মাঠ দিবসের আয়োজন মূলত চাষীদের সাথে সমন্বয় করে কিভাবে আখের উৎপাদন বৃদ্ধি করা যায়। রোপা পদ্ধতিতে আখ রোপন করলে আখের ওজন বৃদ্ধির পাশাপাশি অন্য ফসল করার জন্য সময় সাশ্রয় হয়। এতে কৃষক অনেকটাই লাভবান হবেন।
এছাড়া বক্তারা আখ রোপনের ক্ষেত্রে নানা পরামর্শ তুলে ধরেন। সেই সাথে সকলের সমন্বয়ে ঠাকুরগাঁও সুগারমিলকে টিকিয়ে রাখতে সকলের সহযোগিতা চান বক্তারা।


এধরনের আরও সংবাদ