• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

রোনালদোর কাছে ৬০০ কোটি টাকা চান সেই নারী!

সাংবাদিকের নাম / ৯৩ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্কঃ ধর্ষণের অভিযোগে এবার ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে প্রায় ৬০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন মার্কিন মডেল ক্যাথরিন মায়োরগা। ২০০৯ সালে লাস ভেগাসের এক হোটেলে ক্যাথরিনকে রোনালদো ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ তার। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন পর্তুগিজ মহাতারকা।

এ প্রসঙ্গে বিভিন্ন গণমাধ্যমকে রোনালদো বলেন, আমি যে রকম মানুষ এবং যে নীতিতে বিশ্বাস করি ধর্ষণ তার সম্পূর্ণ বিরুদ্ধাচরণ করে।

উল্লেখ্য, ধর্ষণের অভিযোগের এই মামলাটি বর্তমানে চলমান রয়েছে। সম্প্রতি সাবেক ওই মার্কিন মডেল আদালতে নতুন কাগজপত্র পেশ করেছেন বলেও জানা গেছে।

কেনও ৫৪ মিলিয়ন বা ৬০০ কোটি টাকা ক্ষতিপূরণ চান তিনি তার ব্যাখ্যাও দিয়েছেন ক্যাথরিন। আদালতকে তিনি বলেছেন, ১৮ মিলিয়ন এত দিন ধরে যে যন্ত্রণা পেয়েছেন তার জন্য। ১৮ মিলিয়ন ভবিষ্যতেও তাকে যে যন্ত্রণা সহ্য করতে হবে তার জন্য। আরও ১৮ মিলিয়ন রোনালদোর অপরাধের শাস্তিমূলক খেসারত হিসেবে। অবশ্য এই দাবির বিরুদ্ধে রোনালদো বা তার আইনজীবীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: ইন্ডিয়া টিভি


এধরনের আরও সংবাদ