• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন

রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

সাংবাদিকের নাম / ২৩৭ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নুরুল হক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের ভেলাজান বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান।

নিহত নুরুল হক সদর উপজেলার ভেলাজান আলাদিবাজার গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

ঠাকুরগাঁও সদর থানার এসআই বাবুল হোসেন জানান, বালিয়াডাঙ্গী থেকে একটি পাথর বোঝাই ট্রাক ঠাকুরগাঁওয়ে যাচ্ছিল। ভেলাজান বাজার এলাকায় বৃদ্ধ নুরুল হক রাস্তার পার হওয়ার সময় ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হয়। ট্রাকটিকে আটক করা হয়েছে। বৃদ্ধের মরদেহ উদ্ধার করে লাশ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।


এধরনের আরও সংবাদ