• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিকের নাম / ২৪৫ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

নিউজ ডেক্সঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি শেষ হওয়া যুক্তরাষ্ট্র ও ভারত সফর সম্পর্কে শেখ হাসিনা অবহিত করেন রাষ্ট্রপতিকে। 

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি এবং তার স্ত্রী রাশিদা খান শেখ হাসিনাকে স্বাগত জানান। 

সৌজন্য সাক্ষাতের পর রাষ্ট্রপতির প্রেসসচিব সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী তার সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সফর এবং ভারত সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় দুটি সফর সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। 

জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ২২ থেকে ২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফর করেন। সেখান থেকে ফিরে ৩ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দিল্লি সফর করেন। ভ্যাকসিন হিরো এবং চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সম্মাননা পাওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি।


এধরনের আরও সংবাদ