• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:০১ অপরাহ্ন

যৌন হয়রানী ধর্ষন বাল্য বিবাহ প্রতিরোধে ঠাকুরগাঁও মতবিনিময়

সাংবাদিকের নাম / ৫১ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্কঃ যৌন হয়রানী ধর্ষন বাল্য বিবাহ ও সাইবার বুলিং প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে একটি বে-সরকারি সংগঠন ব্রাকের উদ্যোগে ঠাকুরগাঁও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, যৌন হয়রানী ধর্ষন বাল্য বিবাহ ও সাইবার বুলিং প্রতিরোধে আমাদের সকলকে ঐক্যবন্ধ হয়ে কাজ করতে হবে। এছাড়া অভিভাবক ও শিক্ষার্থীদের সচেতনেতার বিকল্প নেই। তাহলে নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব মলে মনে করেন তারা। এছাড়াও সচেতনতা বিষয়ে বেশকিছু দিক নির্দেশনা তুলে ধরেন।
সভায় জেলা ব্রাকের সমন্বয়কারি নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম। এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন আজাদ, জেলা যৌন হয়রানী নির্মুল করন নেটওর্য়াকের আহবায়ক মনতোষ কুমার দে সহ জেলা সদরের ২৪টি বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক ও শুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এধরনের আরও সংবাদ