• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

যুক্তরাষ্ট্র-ন্যাটোকে কঠিন হুঁশিয়ারি রাশিয়ার

সাংবাদিকের নাম / ৫১ জন দেখেছেন
আপডেট : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র এবং তার ন্যাটো মিত্ররা যদি ইউক্রেনে আরো সেনা মোতায়েন করে তাহলে পরিস্থিতির অবনতি ঘটবে বলে চরম হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, দেয়ালে পিঠ ঠেকে গেলে রাশিয়া যা করা প্রয়োজন তাই করবে। শুক্রবার (২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

দিমিত্রি পেসকভ বলেন, আমেরিকা যদি ইউক্রেনে সেনা মোতায়েন করে তাহলে মস্কোও তার নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাড়তি ব্যবস্থা নিতে বাধ্য হবে।

পেসকভ জোর দিয়ে বলেন, এতে কোনো সন্দেহ নেই যে, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে আরো সেনা মোতায়েন করে তাহলে রুশ সীমান্তের কাছে উত্তেজনা বাড়বে। ফলে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার পক্ষ থেকে বাড়তি পদক্ষেপ নেয়া হবে। তবে কী ব্যবস্থা নেয়া হবে, তিনি তা পরিষ্কার করেননি। পেসকভ বলেন, রাশিয়া এমন কোনো পদক্ষেপ নেয়নি যে, ইউক্রেন ঝুঁকির মুখে পড়বে।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.